কিভাবে গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন!
এডসেন্স আবেদন করার নিয়ম।
এডসেন্স আবেদন করার জন্য আপনার অবশ্যই ব্লগ থাকতে হবে, আপনি হয়ত আগেই থেকে জানেন। তবুও কিছু কথা পরিস্কার ভাবে বলে রাখা ভাল।
আপনার যদি কোন ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তবে, আজকে আমারা দেখব একটি ব্লগের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়।
এডসেন্স এর জন্য আবেদন করা খুবি সোজা। যাই হোক আমি নিচে যে স্ক্রীন শর্ট এবং টিপস দেব সেটা ব্লগার বা ওয়ার্ডপ্রেস কোন প্ল্যাটফর্ম ভিত্তিক না এটা যেকোনো ব্লগ দিয়েই আপনি আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন?
স্টেপ ১ঃ প্রথমে আপনি এডসেন্স এর সাইন আপ পেজে জান নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে “https://www.google.com/adsense/signup” তারপর আপনি আপনার যে ব্লগের জন্য আবেদন করতে চান সেই ব্লগের জিমেইল বা যেকোনো একটি জিমেইল এড্রেস দিয়ে লগইন করুন।
এখন, আপনার সামনে একটি SIGN-UP পেজ চলে আসবে এখানে বেশ কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে।
- আপনার সাইট এর URL লিখুন।
- আপনার ইমেল অ্যাড্রেস (Your ymail address) দিন। এবং নিচে থাকা (Yes) হ্যা বাটনটি টিক দিন।
- সেব অ্যান্ড কন্টিনিউ (Save And Continue) ক্লিক করুন।
- আপনার দেশ (Country) সিলেক্ট করুন।
- Yes, I have read and accept the agreement সিলেক্ট করুন।
- CREATE ACCOUNT এ ক্লিক করুন।
স্টেপ ২ঃ এখুন একটু পরেই আপনার সামনে অ্যাডসেন্স পেজ ওপেন হয়ে যাবে, এবং আপনার সামনে নিচের মত একটি বক্স শো করবে যেখানে লিখা থাকবে “GET STARTED” আপনি এই বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩ঃ আপনার সামনে “Payment address details” চাইতে পারে, যদি চাউ তাহলে নিচে যেভাবে দেওয়া হয়েছে সেই ভাবে দিয়ে দিন।
- Account Type – Individual
- Name and Address– আপনার নিজের ঠিকানা লিখুন।
- আপনার দ্বিতীয় ঠিকানা লিখুন এবং অবশ্যই একটি ফোন নাম্বার দিন।
- SUBMIT এ ক্লিক করুন।
স্টেপ ৪ঃ উপরের সব ঠিক ভাবে করার পর আপনার ফোন নাম্বারে একটি OTP CODE আসবে সেটা দিয়ে ভেরিফাই করেনিন তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে।
স্টেপ ৫ঃ এবার আপনি একটু নিচে দেখুন আপনাকে কিছু কোড দেওয়া হবে এই কোড গুলো আপনাকে আপনার ব্লগ অ্যাড করতে হবে মানে থিমে অ্যাড করতে হবে। তো আপনি এই কোড গুলো আপনার ব্লগার ব্লগের <head> ট্যাগ এর ঠিক নিচে অ্যাড করে দিন। এবং </head> ট্যাগ কোড এর উপরে।
স্টেপ ৬ঃ উপরের কোড ব্লগে অ্যাড করে দিন। এবং অপেক্ষা করুন যদি আপনার ব্লগ অ্যাডসেন্স উপযোগী হয় তাহলে আপনাকে এডসেন্স এর তরফ থেকে আপনাকে একটি ইমেল করা হবে।
আপনার অ্যাকাউন্ট ফুল অ্যাক্টিভ হলে আপনি আপনার ব্লগে এডসেন্স অ্যাড কোড ব্যবহার করতে পারবেন এবং অ্যাড শো করিয়ে ইনকাম শুরু করতে পারবেন।
এই প্রসেস ফুল অ্যাক্টিভ হতে ৭ থেকে ১২ দিনের মত সময় লাগতে পারে তবে, আবার কখনো তার আগেই হয়ে যেতে পারে এবং যদি কোন কারনে আপনার অ্যাকাউন্ট (Account) অ্যাক্টিভ না হয় তাহলে গুগল আপনাকে ইমেইল করে সেটা বলে দেবে আপনি সেই সমস্যা গুল ঠিক করে আবার এডসেন্স আবেদন করতে পারবেন।